ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয় ভাঙচুর করে যুবক বললেন, জেলে যেতে চাই।

নিজস্ব প্রতিবেদক:

ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়


হঠাৎ এক যুবক ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকের তালা ভেঙে ভেতরে ঢোকেন। এরপর একাধারে কক্ষ ভাঙচুর শুরু করেন।


 নিরাপত্তা প্রহরী তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে আরও বেপরোয়া হয়ে ওঠেন ওই যুবক। এ সময় অফিসের ১০টি কক্ষ ভাঙচুর করেন তিনি। পুলিশ তাকে আটকানোর চেষ্টা করলে পুলিশের মাথা ফাটিয়ে দেন। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়েছে বলে জানা গেছে। কক্ষ ভাঙচুরের কারণ জানতে চাইলে ওই যুবক জানান, তিনি জেলে যেতে চান। 

 

শনিবার (৮ জুলাই) সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসকের প্রবেশদ্বারের কেঁচি গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে এ ঘটনা ঘটান ওই যুবক। আকস্মিক হামলার পর ডিসি অফিসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ওই যুবকের নাম নাসির উদ্দিন (২৫)। হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের পারুপাড়া গ্রামে তার বাড়ি।

আটককৃত যুবক


ডিসি অফিসের নিরাপত্তা প্রহরী হরকান্ত রায় বিডিসি বাংলাকে বলেন, ‘সকালে এক যুবক ইট দিয়ে মূল ফটকের তালা ভেঙে অফিসের ভেতরে ঢুকে পড়ে। এ সময় তাকে বাধা দেওয়ার চেষ্টা করা হলে সে আমাকে ধাওয়া করে। পরে সে পশ্চিম দিক থেকে অফিসের কক্ষগুলো ভাঙচুর শুরু করে। ভাঙতে ভাঙতে জেলা প্রশাসকের কক্ষ, সভাকক্ষ, মুক্তিযোদ্ধা কর্নার, অভ্যর্থনাকক্ষ, অতিরিক্ত জেলা প্রশাসকের কক্ষ, প্রশাসনিক কর্মকর্তার কক্ষসহ ১০টি কক্ষের দরজা-জানালাসহ আসবাবপত্র ভাঙচুর করে। সে নেজারত শাখার প্রিন্টার মেশিন ও চেয়ারও ভাঙচুর করেছে। তাকে কোনোভাবে থামানো যাচ্ছিল না। পুলিশ খবর পেয়ে তাকে আটকের চেষ্টা করে। তাকে আটক করতে গিয়ে ঠাকুরগাঁও থানার এসআই মামুনুর রশিদ আহত হয়েছে।’ আহত পুলিশ কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, ‘ভাঙচুর করা ব্যক্তিকে প্রতিরোধ করতে গিয়ে তার বেলচার আঘাতে আমার মাথা ফেটে যায়।’ 

 

আটক নাসির উদ্দিনের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘কোনো অপরাধ না করলে পুলিশ আমাকে গ্রেপ্তার করে না। তাই পুলিশের হাতে আটক হয়ে জেলে যাওয়ার জন্যই আমি এ ঘটনা ঘটিয়েছি। 

 

তিনি আরও বলেন, ‘শুক্রবার রাতে ঠাকুরগাঁও শহরের বাসস্ট্যান্ড এলাকার একটি আবাসিক হোটেলে রাত কাটানোর পর আমি বাড়ি যাই। আজ সকালে মোটরসাইকেলে ডিসি অফিসে এসে ভাঙচুর করি।’ 

 

এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে জেলা প্রশাসক মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, ‘এটি অত্যন্ত খারাপ একটি কাজ হয়েছে। সেই সময় কে ডিউটিতে ছিল, তখন তার ভূমিকা কী ছিল, এটি আমরা দেখব।’ 

 

অন্যদিকে অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, ‘সকালে আমরা এ ঘটনা শুনতে পাই। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে আটক করা হয়েছে। জেলে যাওয়ার জন্য আটক নাসির উদ্দিন ঘটনাটি ঘটিয়েছে বলে সে জানিয়েছে। তবে সে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’ 


 ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, ‘আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে বিস্তারিত বলা যাবে।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.