ঠাকুরগাঁও: উদ্বোধনের ৪ মাসের মাথায় এসে ব্রিজ ও রাস্তা বেহাল দশায়

ঠাকুরগাঁও প্রতিনিধি 

ফাইল ফটো 


ঠাকুরগাঁও: উদ্বোধনের ৪ মাসের মাথায় এসে রুহিয়ায় একটি ব্রিজ ও রাস্তা বেহাল দশায় পরিণত হয়েছে।

প্র কল্পটি যেন ভেস্তে যেতে বসেছে। এতে জনসাধারণের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা যায়, রুহিয়া থানার ১৪নং রাজাগাঁও ইউনিয়নের খড়িবাড়ী হাজীপাড়া-আসাননগর পর্যন্ত সংযোগ সড়কটিতে একটি ব্রিজ ও রাস্তাটি পাকাকরনের দাবি ঐ এলাকার জনগনের দীর্ঘ দিনের। 

এরই প্রেক্ষিতে সরকারের উন্নয়নের অংশ হিসেবে ৬,০৩,৪৯,৯৪১.৫২০ টাকা ব্যয়ে  ২৫০০ মিটার রাস্তা পাকা করনসহ ২টি ব্রিজের কাজ এলজিইডি ঠাকুরগাঁও কর্তৃক বাস্তবায়িত হয়।

 গত ২ মার্চ বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এ প্রকল্পের আনষ্ঠানিক উদ্বোধন করেন। কিন্তু অতি দুঃখের বিষয় উদ্বোধনের ৪ মাসের মাথায় এসে রাস্তাটি বিভিন্ন অংশে ভেঙে যায় এবং ব্রিজের একটি অংশ ভেঙে যায় যদিও এলজিইডি কর্তৃপক্ষ সাময়িক ব্যবস্থা গ্রহণ করেন কিন্তু তাও কত টুকু টেকসই হবে এ নিয়ে জনমনে ব্যাপক প্রশ্ন দেখা দিয়েছে।

ঐ এলাকার হায়দার আলী ও মোকসেদ আলীসহ একাধিক ব্যক্তি বলেন, উদ্বোধনের ৪ মাসের মধ্যে একটি ব্রিজ এবং রাস্তার বিভিন্ন অংশ ভেঙে যাবে এটি বিশ্বাস যোগ্য নয়। নিশ্চয় এখানে কাজের গাফিলতি রয়েছে। বিষয়টি দেখার জন্য সরকারের যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।



এ বিষয়ে জানতে চাইলে এলজিইডি ঠাকুরগাঁও সদর উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের বলেন, ইতি মধ্যেই ঐ প্রকল্পটি রক্ষার জন্য একটি প্রকল্প প্রস্তাবনা আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আশা করি দ্রুত তম সময়ের মধ্যে তা করা সম্ভব হবে।

এলজিইডি ঠাকুরগাঁওয়ের নির্বাহী প্রকেীশলী শাহারুল আলম মন্ডল বলেন, রাস্তাটি এবং কালভাটটি রক্ষার জন্য একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। অতি শীঘ্রই তা বাস্তবায়ন করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.