ভাড়াটিয়াকে বেঁধে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

 ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঘটনা স্থলের চিত্র


 ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ভাড়াটিয়াকে বেঁধে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।


ঙ্গলবার দিবাগত রাত আড়াইটার সময় রুহিয়া থানার অন্তর্গত উত্তরা বাজারে বিশিষ্ট ব্যবসায়ী মুশারুল হক এর বাসায় এই ডাকাতির ঘটনা ঘটে।


জানা যায়, প্রভাস রায় প্রায় ৫ বছর যাবত মুশারুলের বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছে। মঙ্গলবার (১১জুলাই) দিবাগত রাত ২,টার সময় ডাকাত দলের প্রায় ১২-১৫ জন বাসার গেট এবং দরজার তালা ভেংগে প্রবেশ করে এবং ভাড়াটিয়া প্রভাস রায়কে বেধে মারপিট করে নগদ ৭৫/৮০ হাজার টাকা এবং প্রায় ২ ভরি সোনার অলঙ্কার নিয়ে যায় ডাকাত দল। ডাকাতিকালে তারা ঘরের আসবাবপত্র এবং কাপর-চোপর তছ-নছ করে রাখে। প্রভাস রায় এই প্রতিবেদককে জানান, আমরা রাত ১১ টার সময় বাসার গেট এবং ঘরের দরজায় তালা দিয়ে ঘুমিয়ে পরি। 

পরবর্তীতে রাত ২টার সময় ডাকাত দলের প্রায় ১০/১২ জন ডাকাত বাসার গেট এবং দরজার তালা ভেংগে ভিতরে প্রবেশ করে আমাকে বেঁধে মারপিট করে নগদ ৭৫/৮০ হাজার টাকা এবং প্রায় ২ ভরি সোনার অলঙ্কার নিয়ে যায় ডাকাতরা।

 তিনি আরো বলেন, ডাকাতদল আমার বাসায় প্রায় ৪৫ মিনিট অবস্থান করে ডাকাতির তান্ডব চালায়।


রুহিয়া থানার অফিসার ইনর্চাজ মোঃ সোহেল রানা জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে রাতেই যাই। তিনি আরো বলেন,এখনো কোন অভিযোগ করেনি অভিযোগ পেলে এটা ডাকাতি নাকি সাজানো অন্য কিছু তা আমরা তদন্ত করে দেখছি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.