ঠাকুরগাঁওয়ে মনোসামাজিক কাউন্সিলিং সেবা বিষয়ক সভা অনুষ্ঠিত।

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ফাইল ছবি 


ঠাকুরগাঁওয় মনোসামাজিক কাউন্সেলিং সেবা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

দর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বুধবার(১২ জুলাই) দুপুর ১২টায় ৩ নং আকচা ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।


 প্রোগ্রাম অফিসার ওসিসি ঠাকুরগাঁও হাসপাতাল সফিউল আলমের সঞ্চালনায় ও ৩ নং আকচা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন এর সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের সহকারী প্রকল্প পরিচালক ( জিসিএ) সাহানা আক্তার। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের সহকারী পরিচালক ডালিয়া মৌসুমী, মাহমুদা আক্তার। 


প্রধান আলোচক হিসেবে সভায় আলোচনা করেন ধর্মেন্দ্রনাথ ওসিসি রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল। 

মনোসামাজিক কাউন্সিলিং সভায় প্রধান অতিথিকে ফুলেল শুভেচছা জানান চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন। 

এসময় আরও উপস্থিত ছিলেন ৩ নং আকচা ইউনিয়ন পরিষদের সচিব রিজাওনা মুস্তারী বর্না, ৩ নং আকচা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হরি কিশোর বর্মন, ইউপি সদস্য বাবলুর রহমান, সন্তোষ রায়,কামিনী চন্দ্র, বিজয় চন্দ্র, ফুলজান বেগম, নিরব চন্দ্র,কুলুরাম রায়সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তি বর্গ। 

 শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তারা তাদের বক্তব্যে নারী ও শিশুদের  বিভিন্ন অধিকার সংশ্লিষ্ট সরকার কতৃক গৃহীত চলমান বিভিন্ন কার্যক্রমের উপর বিশেষ আলোকপাত করেন। মনোসামাজিক উন্নয়নে এমন কাউন্সিলিং এর কোন বিকল্প নেই বলেও মনে করেন তারা। সভা শেষে ১২২ জনের মাঝে ভিডাব্লিউবি কর্মসূচির ৩০কেজি করে চাল বিতরণ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.