ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

 ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

প্রতীকী ছবি 


ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানায় ট্রেনে কাটা পড়ে রহিমা খাতুন (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত রহিমা খাতুন ১ নং রুহিয়া ইউনিয়নের ফরিদপুর গ্রামের মৃত দারাজউদ্দীনের স্ত্রী। 




বুধবার (২১ জুন) দুপুর ১২ টার সময় রুহিয়া থানাধীন সালেহীয়া দারুসুন্নাত ফাজিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



জানা যায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকা গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি রুহিয়া সালেহীয়া দারুসুন্নাত এলাকায় আসলে ট্রেনের ধাক্কায় রেল লাইনে কাটা পড়ে রহিমা খাতুন। এতে বৃদ্ধা রহিমা খাতুনের মাথা কাটা যায় স্থানীয়রা চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়। পরে রুহিয়া থানা পুলিশ এসে নিহতের বাড়ি গিয়ে মরদেহ প্রাথমিক সুরতহাল করে। 


ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যুর বিষয় রুহিয়া রেলওয়ে স্টেশন মাস্টার মোশাররফ হোসেন বলেন ট্রেনে কাটা পড়ে রহিমা খাতুন নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে খবর শুনেছি এবং রুহিয়া থানা পুলিশ ঘটনা স্থলে গিয়েছেন।

 


দিনাজপুর রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ মৃধা বলেন, বিষয়টি জানা মাত্রই জিআরপি পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের জন্য জিআরপি পুলিশ পাঠানো হয়েছে । পরে আইন অনুযায়ী বাকি কাজ সম্পন্ন করে মরদেহ হস্তান্তর করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.