অনলাইন ডেস্ক
যশোরের মনিরামপুর থানার চালুয়াহাটি ইউনিয়নের দালাল মফিজ নামক একজন ব্যক্তিসহ ০৫ জনের বিরুদ্ধে একটি চাঁদাবাজি ও মারপিটের মামলা রুজু হয়েছে।
যার মামলা নং-৫৪৪/২৩। মামলার অন্যান্য আসামিরা হলেন শফিকুল, হাসিবুর, জিয়াউর, মুরাদ ও হাবিবুর। জানা গেছে, রতনদিয়া গ্রামের মরিয়ম বেগম নামক একজন ব্যক্তি বাদী হয়ে উক্ত মামলাটি দায়ের করেছেন। গত ইং ১২/০৬/২০২৩ তারিখ সন্ধা অনুমান ০৬.৩০ ঘটিকার সময় মরিয়ম বেগমের ছেলে তানভীর হোসেন মুরাদকে উক্ত আসামিরা গৌরীপুর মোড়ে আটক করে মারপিট করে এবং চাঁদা দাবী করে ২০০০/- টাকা নগদ চাঁদা আদায়সহ ৯৮,০০০/- টাকা না দিলে খুনজখম, মিথ্যা মামলা, গুম করবে মর্মে বাদী মামলায় উল্লেখ করেছেন।
ঘটনার দিন রাত্রী অনুমান ০৮.৩০ ঘটিকার সময় পুলিশী সহায়তায় বাদী তার ছেলেকে উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে চিকিৎসা করাইয়াছেন মর্মে স্থানীয়সূত্রে জানা যায়।
০১নং আসামি মফিজ দালালের বিরুদ্ধে একাধিক মামলা আছে মর্মে বাদী কর্তৃক জানা যায়।
অন্যান্য আসামিরা ঘটনা সরাসরি জড়িত এবং তারা বাদী ও তার আত্মীয়-স্বজনদের বিভিন্নভাবে হুমকি প্রদর্শন করেছেন মর্মে এজাহারে উল্লেখ আছে। বিজ্ঞ আদালত মামলাটির তদন্তভার পিবিআই এর উপর অর্পণ করেছেন। উল্লেখ্য উক্ত ঘটনায় আসামিরা রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত এসআই মোঃ আশিকুর রহমান ও এএসআই মোঃ ইমরান হোসেনকে হয়রানি করার উদ্দেশ্যে মিথ্যা হয়রানিমূলক মামলা করেছেন বলে দাবী করেন ভুক্তভোগী তানভীর হোসেন মুরাদ ও তার পরিবারের সদস্যরা।

❝আমার সাইটে আসার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো রুচিশীল মন্তব্য ব্যাবহার করুন ❞🙂