নিজেস্ব ডেক্স
![]()  | 
| রোভার স্কাউট এর সদস্যবৃন্দ | 
বাংলাদেশ স্কাউট ঠাকুরগাঁও জেলার
আয়োজনে রুহিয়া ড্রিগ্রি কলেজ এর বয় ও গার্ল ইন রোভার স্কাউট এর সদস্যরা আজ এক কৃষকের ধান কেটে দিল।
বাংলাদেশ স্কাউটস ঠাকুরগাঁও জেলা রোভারের রুহিয়া ডিগ্রী কলেজ রোভার স্কাউট দলের আয়োজনে স্থানীয় গরীব কৃষকের ধান কেটে দেয়া হয়।
আজ ২৪শে মে বুধবার সদর উপজেলার রুহিয়া থানাধীন চাপাতি গ্রামের কৃষক জিতেন্দ্র নাথ রায়ের ১০কাঠা (২৫শতাংশ) মাটির ধান কাটে এবং ধান বাসায় পৌঁছে রোভার সদস্যরা।
উন্নয়নমূলক কার্যক্রমে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা রোভারের সম্পাদক এ কে এম হাসানুজ্জামান বিপ্লব, জেলা রোভারের নির্বাহী কমিটির সদস্য মো: আমিরুল ইসলাম,এবং গার্লস (আরএসল) মোঃ রয়হান উদ্দিন , এবং শাহিনা আক্তার শান্তা রুহিয়া ডিগ্রী কলেজের রোভার স্কাউট লিডারদ্বয়।
এতে অংশ নেন প্রায় ১০/১৫ জন রোভার ও ৪ জন গার্ল ইন রোভার । ,
রোভার স্কাউট এর সদস্যরা হলো মোঃ আযাদ সদস্য রুহিয়া ড্রিগ্রি কলেজ,রনি দাস , শাহাজাদ ইসলাম, সুজন ইসলাম, সাজ্জাদ হোসেন সাজু , পিন্টু,রোবিউল , কাউসার, বাসুদেব প্রোমুখ,
এসময় কৃষক জিতেন্দ্র নাথ বলেন,তার স্ত্রী অসুস্থ হওয়ায় তার কিছু জমির ধান কাটতে পারছন না, রোভার স্কাউট দল খবর পেয়ে ছুটে আসে তার ধান কাটতে ,সেই সাথে রুহিয়া ড্রিগ্রি কলেজ এর রোভার স্কাউট দের অসংখ্য ধন্যবাদ জানাই, রোভার স্কাউট এর সদস্যরা জানান, তারা এখানে খবর পেয়ে ছুটে আসেন রুহিয়া ড্রিগ্রি কলেজ এর রোভার (আরএসএল) স্যার এবং ম্যাম এর সহযোগিতায় ধান কাটতে,এতে তারা আনন্দিত , তারা উন্নয়ন মুলক কর্মে অংশগ্রহণ করাতে। এবং ভবিষ্যতে আরো এসব উন্নয়ন মুলক কর্মে অংশগ্রহণ চালিয়ে যাবেন বলে বিডিসি বাংলাকে বলেন।
এসময় ঠাকুরগাঁও জেলার সম্পাদক (আরএসল) হাসানুজ্জামান বলেন আমি রোভার দের নিয়ে এসেছি সুন্দর কর্মকাণ্ড করার জন্য আমাদের রোভাররা ইতি মধ্যে ধান কেটে শেষ করে ফেলেছেন, আমরা সহযগিতা করে ফেলেছি , ঠাকুরগাঁও জেলার রুহিয়া ড্রিগ্রি কলেজ এর রোভার স্কাউট সদস্যরা সহযগিতা করেছেন একজন দরিদ্র পরিবারকে।আমরা আগামী দিনে আবারো এইরকম সুন্দর কার্যক্রম ওউন্নয়ন মুলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকবো।
রুহিয়া ড্রিগ্রি কলেজ এর রোভার আরএসএল স্যার এবং ম্যাম বললেন তারা খুব আনন্দিত যে আমার রোভার ছাত্র এবং ছাত্রী রা উন্নয়ন মুলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পেরেছেন এবং আগামী দিনে আবারো এইরকম সুন্দর কর্মকাণ্ডের সাথে জড়িত থাকবো।


অভিনন্দন
উত্তরমুছুনএগিয়ে যাও রোভার স্কাউট
উত্তরমুছুনআপনাকে অসংখ্য ধন্যবাদ 🙂 আপনার মতামত শেয়ার করার জন্য
মুছুন❝আমার সাইটে আসার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো রুচিশীল মন্তব্য ব্যাবহার করুন ❞🙂