ঠাকুরগাঁওয়ে পেট্রোল তেল বোতলে কম দেয়ায় ও ড্রাগ লাইসেন্স না থাকায় ব্যবসায়ীকে জরিমানা

মোঃফাহিম হোসাইন ঠাকুরগাঁও প্রতিনিধি: 




ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে জ্বালানী তেলের বোতলে 

ওজনে কম ও ড্রাগ লাইসেন্স না থাকায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গতকাল বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার বড়গাঁও মাদ্রাসা বাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের সহকারী পরিচালক শেখ সাদী।


ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর তথ্য মতে, ভূল্লী থানার বড়গাঁও মাদ্রাসা বাজারে আমিনুল ষ্টোরে বোতলে পেট্টোল পরিমাপে কম থাকায় তিন হাজার টাকা এবং মেসার্স মা বাবা ফার্মেসিকে ড্রাগ লাইসেন্স না থাকায় এক হাজার টাকা ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়। 

অভিযানে ভূল্লী থানার এএসআই মাসুদ রানাসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। 


ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঠাকুরগাঁওয়ের সহকারী পরিচালক শেখ সাদী জানান, বাজার মনিটরিংয়ে আজ ভূল্লী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে। অভিযানে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়া যায়। ওজনে কম, পরিমাপে কারচুপি মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করার কারণে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ভেজাল, নকল পণ্য উৎপাদন ও বিক্রয় না করার জন্য সতর্ক করা হয়৷ ভোক্তাদের স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.