ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
| ছবি সংগৃহীত | 
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার
বিভিন্ন বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও এর অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (২৭ মে) দুপুরে রুহিয়া থানা শহরের জমিলা স্টোরকে ১০ হাজার টাকা,
রুহিয়া থানাধীন ঢোলারহাট বাজারে ফাইভ স্টার হোটেলকে ২ হাজার টাকা এবং জুই ভ্যারাইটিস স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
উক্ত দোকানগুলোকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী। এ সময় মোঃ শেখ সাদী বলেন, খাদ্য মানুষের একটি গুরুত্বপূর্ণ উপাদান খাদ্য বিষয় কোন ছাড় দেওয়া যাবে না। তিনি আরও বলেন, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলমান থাকবে। এ সময় রুহিয়া থানার এস আই জাহাঙ্গীর আলম সহ অন্যান্য পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন।

❝আমার সাইটে আসার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো রুচিশীল মন্তব্য ব্যাবহার করুন ❞🙂