ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
| পুরুষ্কার বিতরণ ছবি | 
স্বাধীন বাংলাদেশের মহা নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন সম্পর্কে জানতে সারাদেশে সকল প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের এক বিশাল ফুটবল টুর্নামেন্ট চলছে।
তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের ইউনিয়ন পর্যায় দুই দিন ব্যাপী টুর্নামেন্টের দ্বিতীয় দিনে প্রাথমিক বিদ্যালয়ে অংশ গ্রহণকৃত চ্যাম্পিয়ন ও রানার্সআপ খুদে ফুটবল টীমদের মাঝে ট্রফি তুলে দেন ১ নং রুহিয়া ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল টুর্নামেন্ট কমিটির সভাপতি ও চেয়ারম্যান মনিরুল হক বাবু। বুধবার দুপুরে ৪ নং মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও সদর
সহকারী শিক্ষা অফিসার মোঃ মোকাদ্দেস ইবনে আব্দুস সালাম'র সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ১ নং রুহিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম রব্বানী,
মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিরা হক বিভা, মুজামন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজলুম পারভেজ,৫৫ নং বেকামনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুর রহমান,
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৬ নং এফ রাজাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লথিফ। টুর্নামেন্টের প্রথম দিনের চ্যাম্পিয়ন (ছেলে) দল ১১ নং মুজামন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়, রানার্সআপ ৪ নং মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দ্বিতীয় দিনের চ্যাম্পিয়ন (মেয়ে) দলের চ্যাম্পিয়ন ১ নং রুহিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রানার্সআপ ১১ নং মুজামন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

❝আমার সাইটে আসার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো রুচিশীল মন্তব্য ব্যাবহার করুন ❞🙂