কায়সার হোসেন সদর উপজেলা প্রতিনিধিঃ
| প্রতীকী ছবি | 
মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করা ফাতেমা বেগমের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী।ঠাকুরগাঁও সদরের রুহিয়া থানার কশালগাঁও ( বাশ বাড়ী) গ্রামের এক মারদাঙ্গা নারীর অত্যাচারে ওই এলাকার মানুষেরা নাজাহালের শিকার।
ইতি মধ্যে মারদাঙ্গা ও মামলাবাজ নারী ফাতেমা বেগমের মিথ্যা মামলায় ও নানামুখি অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পুলিশ সুপারের কাছে অভিযোগ করেছেন। ----- শতাধিক ব্যাক্তি স্বাক্ষরিত ওই অভিযোগ পুলিশ সুপারের কার্যালয়ে দাখিল করা হয়। অভিযোগে জানা গেছে, ঠাকুরগাঁও সদরের রুহিয়া থানার কশালগাঁও( বাশ বাড়ী) গ্রামের শমশের আলীর স্ত্রী ফাতেমা বেগম এলাকায় বসতি গড়ে তোলার পর থেকে সাধারণ মানুষের উপর জুলুম-অত্যাচার করে আসছে। তুচ্ছ কোন ঘটনা ঘটলেই সে এলাকার নিরাপরাধ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। অভিযোগে এলাকাবাসী দাবি করেছেন, ফাতেমা বেগম একজন অসামাজিক দুঃচরিত্রবান মহিলা। প্রতিদিন অপরিচিত লোকজন তার বাসায় আসা যাওয়া করে। তাছাড়া বর্তমানে সে যে স্বামীর সাথে সংসার করছে সে শুধু নামে মাত্র। মামলাবাজ ফাতেমা বেগমের মেয়েকেও মামলাবাজ হিসেবে গড়েতুলেছেন।
ফাতেমা বেগমের অত্যাচারে সেখানকার মানুষ অতিষ্ঠ হয়ে তাকে স্বপরিবারে একঘরে করে দেয়।
সম্প্রতি একই এলাকার নুর ইসলাম নুরু নামের এক অসহায় গরীব পরিবার কুলাংকার ফাতেমা বেগমের মিথ্যা মামলার বলি হচ্ছে বারবার জানা যায় মাত্র এক শতাংশ জমির কবলা মূলে মালিক নুর ইসলাম নুরু সেই জমি টা মামলাবাজ ফাতেমা বেগমের বসতবাড়ীর কাছে হওয়ায় সেই জমি টা জবরদখল করতে চার টি মিথ্যা মামলা দায়ের করেন ফাতেমা বেগম স্থানীয় কারও কথা কর্ণপাত না করে নিরবেই তার অত্যাচার চালিয়ে যান। সর্বশেষ গত ১২ তারিখে তার মেয়ে রুমাকে বাদী করে দায়ের করে ভুক্তভোগী নুর ইসলাম নুরুর পরিবারের বিরুদ্ধে। দিন দিন তার অত্যাচারে সেই গ্রামের অনেক নিরীহ লোকজন অতিষ্ঠ হয়ে উঠেছে। সামান্য বিষয় নিয়ে ঝগড়া-বিবাদ বাধলেই সে এলাকার নিরীহ লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানি করে থাকে।
এমনকি নিজের মেঝো মেয়ের স্বামী সচিবের গাড়ি চালকের পরিচয় দিয়ে এলাকার নিরীহ লোকজনকে হামলা-মামলা দিয়ে শায়েস্তা করাসহ নানা স্বার্থ হাসিল করে থাকে সে।
এদিকে এ বিষয় নিয়ে স্থানীয় রাবেয়া বেগম, রিনা বেগম, হাজেরা বেগম, রেশমা বেগমসহ কয়েকজন মুরব্বি মহিলা ফাতেমা বেগমের অভিযোগ এসব অপকর্মের প্রতিবাদ করতে গেলে ফাতেমা বেগম মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি প্রদান করে ফাতেমা।
তারা বলেন কাল্পনিক সব অভিযোগ এনে আদালতে মিথ্যা মামলা দায়ের করে। যা সুষ্ঠুভাবে তদন্ত হলে শতভাগ মিথ্যা প্রমানিত হবে। বর্তমানে মামলাটি মিথ্যা মামলায় নিরিহ নুর ইসলাম নুরু নামের এক অসহায় গরীব মানুষ জেল হাজতে আছে।
| পুলিশ সুপারকে গণস্বাক্ষর প্রদান। | 
স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু বলেন, ফাতেমা বেগম অল্পতেই মানুষের সাথে লাগাবাজা করে এবং স্থানীয় কোন গণ্যমাণ্য ব্যক্তির কথা না শুনে বারে বারে মামলা দায়ের করে তিনি আরও বলেন আমার জানামতে ২৫ বছর ধরে ফাতেমা স্থানীয় লোকজনকে বিভিন্ন ভাবে হয়রানি করছেন।
নাজেহালের শিকার ভূক্তভোগী এলাকাবাসী অত্যাচারি, মামলাবাজ ফাতেমা বেগমের হাত থেকে রক্ষার জন্য ঠাকুরগাঁও পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ সহ সু-দৃষ্টি কামনা করেছেন

❝আমার সাইটে আসার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো রুচিশীল মন্তব্য ব্যাবহার করুন ❞🙂