ভূল্লীবাধঁ পরিদর্শন করতে আসেন পরিকল্পনা মন্ত্রনালয়ের সচিব।

 মোঃফাহিম হোসাইন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ফাইল ছবি 


 বাংলাদেশের কৃষি খাতে সেচ সুবিধার জন্য যে সমস্ত বাধঁ নির্মান করা হয়েছিলো তাদের মধ্যে অন্যতম একটি ভূল্লী বাধঁ,যে বাধেঁর পানি ভূল্লী নদীতে আসলেও মূলত উভয় পার্শে যে কেনাল বা ডারা রয়েছে সেটিই মুলত বর্ষা মৌসুমে কৃষক দের অনেক উপকারে আসে, যার কারনে আষাড় মাসেই অনেক মানুষ রোপা লাগানো শুরু করে।


ই বাধেঁ বর্ষা মৌসুমে যখন নদীর দিকে ছলছলিয়ে পানি যেতে শূরু করে তখন প্রতিদিন বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে হাজার হাজার নর নারী সহ ছোট বাচ্চারাও,এখানে রয়েছে নৌকা,রয়েছে নাগর দোলা সহ ভিভিন্ন আইটেমের ফলের দোকানও।আজ ১৪ জুলাই শুক্রবার দুপুর ১১.৩০ মিনিটে পরিদর্শনে আসেন পরিকল্পনা মন্ত্রনালয়ের মাননীয় সচিব এ কে এম ফজলুল হক,এ সময় আরো উপস্থিত ছিলেন

 জনাব মোঃ মাহাবুবুর রহমান মাননীয় জেলা প্রশাসক, ঠাকুরগাঁও,জনাব আবু তাহের মোঃ শামসুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার ঠাকুরগাঁও সদর, ভূল্লী থানার অফিসার ইনচার্জ মোঃ দুলাল উদ্দীন,

পানি উন্নয়ন বোর্ডের বিভাগীয় প্রধান প্রকৌশলী মোঃ মাহাবুবুর রহমান, ভূল্লী প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক বাপ্পী, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, এ সময় সচিব মোহদয়কে ফুলেল শূভেচ্ছা ভূল্লী বাঁধের পানি ব্যাবস্থাপনার কমিটির সন্মানিত সভাপতি ও ভূল্লী ডিগ্রি কলেজের প্রভাষক সরকার আসাদুজ্জামান বাবু।এবং আরো উপস্থিত ছিলেন ভূল্লী এলাকার সেচের পানি সুবাধা ভোগীগন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.