লাখো মুসল্লির নামাজের জন্য প্রস্তুত এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ গোর-এ শহীদ ময়দান

নিজস্ব প্রতিবেদক:

ফাইল ছবি 


দিনাজপুরে পবিত্র ঈদুল আজহার জামাতের জন্য এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ মাঠ গোর-এ শহীদ ময়দান।


ঙ্গালবার ২৭ জুন মাঠ পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম(এমপি)। সঙ্গে ছিলেন জেলা প্রশাসক শাকিল আহমেদ ও পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ।


সৌন্দর্য বর্ধনের পাশাপাশি মুসল্লিদের সুষ্ঠুভাবে নামাজ আদায়ের লক্ষ্যে নতুন করে মাটি ভরাট, রং করা, ধোয়ামোছা, মাঠে পানি ছিটানোসহ নানা সংস্কার কাজ করা হয়েছে। শেষ সময়ে এসে অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে ওয়াচ টাওয়ার। মাঠের সৌন্দর্য বর্ধনে ভেঙে ফেলা হয়েছে স্টেশন ক্লাব ভবন। ময়দানে ৬ লাখ মুসল্লির একসঙ্গে নামাজের প্রস্তুতি শেষ করা হয়েছে।


দিনাজপুর শহরে সাড়ে ২২ একর আয়তনের গোর-এ শহীদ ময়দানের ৫২ গম্বুজের ঈদগাহ মিনারের সামনে হবে ঈদের জামাত। বৃহৎ এই মাঠে একত্রিত হবেন মুসল্লিরা। তাদের বিশ্বাস, বড় জামাতে নামাজ আদায় করলে বেশি সওয়াব হয়। তাই দিনাজপুর ছাড়াও আশপাশের জেলা থেকে মুসল্লিরা এই জামাতে অংশ নেওয়ার জন্য মুখিয়ে থাকেন। ঈদ জামাতের বিষয়ে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা ও উপজেলায় মাইকিং করা হয়েছে। তথ্য অফিসও চালিয়েছে প্রচারণা।


জেলা প্রশাসক শাকিল আহমেদ জানায়, গোর-এ শহীদ ময়দানে এবার ৬ লক্ষাধিক মুসল্লির নামাজের ব্যবস্থা করা হচ্ছে।

 এখানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত ঈদের জামাতে ইমামতি করবেন মাওলানা শামসুল হক কাসেমী।

 বিপুল জনসমাগমের বিষয়টি বিবেচনায় নিয়ে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। পুরো ময়দানে চারস্তরের নিরাপত্তা ব্যবস্থায় পুলিশ, বিজিবি, র্যাব, আনসার ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন। সকাল ৭টা থেকে মুসল্লিরা নির্দিষ্ট প্রবেশপথ দিয়ে মাঠে ঢুকবেন। মাইক বসানো হবে ১১০টি। ইমামের সহযোগিতায় মুক্কাবির থাকছেন ২০০ জন। যারা ইমামের কথাগুলো ফের উচ্চারণ করবেন। অজু করতে যেন অসুবিধা না হয় এজন্য ২৫০টি অজুখানা এবং পানি ও খাবারের ব্যবস্থা রাখা হবে।


পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ জানায়, মাঠে প্রবেশের জন্য মোট ১৯টি গেট তৈরি করা হয়েছে, যেগুলোতে মেটাল ডিটেক্টর বসানো থাকবে। শুধু জায়নামাজ ও ছাতা নিয়ে প্রবেশ করতে পারবেন মুসল্লিরা। থাকবে পর্যবেক্ষণ টাওয়ার। ৪৩টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে। শহরের ৩১টি পয়েন্টে অবস্থান করবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মাঠে অনক্যামেরায় সাদা পোশাকে ১০০ জন পুলিশ থাকবে। রাতে মেটাল ডিটেক্টর দিয়ে মাঠ পরীক্ষা-নিরীক্ষা করা হবে। আকাশে উড়বে ড্রোন। মাঠে পুলিশ ক্যাম্প প্রাথমিক চিকিৎসা দেওয়া, মোবাইলফোন বা কেউ হারিয়ে গেলে খুঁজে দেওয়াসহ তাদের রেডিও সেবা দেওয়া হবে।


ঈদগাহ মাঠ পরিদর্শন কালে হুইপ ইকবালুর রহিম বলেন, ৫২ গম্বুজবিশিষ্ট নান্দনিক সৌন্দর্যমণ্ডিত গোরে শহীদ ময়দানে এশিয়ার সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জামাতে ছয় লাখের অধিক মুসল্লি যাতে একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন, সে ব্যবস্থা রাখা হয়েছে। মিনার ঘিরে আলোকসজ্জা করা হয়েছে। দৃষ্টিনন্দন আলোকসজ্জা মানুষের নজর কাড়ছে। মাঠে প্রবেশ নিষিদ্ধ থাকায় মানুষ বাইরে থেকে মিনারের ছবি তুলছেন। দাঁড়িয়ে আলোকসজ্জা উপভোগ করছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.