সাংবাদিক পরিচয়ে লাগবে প্রেস কাউন্সিল সনদ

 অনলাইন ডেস্ক 

ছবি সংগৃহীত 


সাংবাদিক পরিচয় দিতে প্রেস কাউন্সিলের সনদ লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নিজামুল হক নাসিম।


তিনি বলেন, ‘আগামীতে সাংবাদিকতা করতে হলে প্রেস কাউন্সিলের সনদ নিতে হবে। তা না হলে নিজেকে কেউ সাংবাদিক পরিচয় দিতে পারবেন না। আর সাংবাদিক হতে হলে নূন্যতম স্নাতক পাস হতে হবে। এর চেয়ে কম শিক্ষাগত যোগ্যতা থাকলে পাঁচ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা থাকতে হবে।’

নিজামুল হক নাসিম বলেন, ‘সংবাদপত্রের নিয়োগপত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাই-বাছাই করেই একজন ব্যক্তিকে প্রেস কাউন্সিলের সনদ দেওয়া হবে।’


শুক্রবার (৯ জুন) মাগুরা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে ‘সংবাদপত্র ও সাংবাদিকতার মান সংরক্ষণে সাংবাদিকতার নীতি ও নৈতিকতা এবং সাংবাদিকতার আচরণবিধি প্রতিপালন’ সম্পর্কিত সেমিনার ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, ‘সাংবাদিকতার মান উন্নয়নে প্রেস কাউন্সিল আইন সংশোধন, নীতিমালা তৈরি ও সারাদেশে সাংবাদিকদের ডাটাবেজ তৈরিসহ নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.