নাটোর প্রতিনিধি
![]()  | 
| প্রতিকি ছবি | 
নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় নাজমা বেগম (৫০) ও লালপুরে ট্রেনে কাটা পড়ে মোছাঃরাশিদা বেগম (৩৬) নামে দুই নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে গুরুদাসপুর উপজেলার হাজিরহাট এলাকায় বাস দুর্ঘটনা ও সকালে লালপুর উপজেলার আঙ্গারীপাড়া রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে মৃত্যুর এ ঘটনা ঘটে।
নিহত নাজমা বেগম গুরুদাসপুর উপজেলার বামনকোলা গ্রামের সাইদুল খাঁর স্ত্রী ও রাশিদা বেগম লালপুর উপজেলার অর্জুনপুর গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ও আজিমনগর রেল স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান এই দুইটি পৃথক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি হাবিবুর রহমান জানান,শুক্রবার দুপুরের দিকে নাজমা বেগম হাটিকুমরুল মহাসড়কের হাজিরহাট এলাকায় সড়ক পারাপার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান নাজমা বেগম।
অপরদিকে, লালপুরের আজিমনগর রেলস্টেশন মাস্টার জানান, রাশিদা বেগম নাটোর প্রাণ কোম্পানিতে চাকরি করতেন। শুক্রবার সকালে অফিসে যাওয়ার জন্য উপজেলার আঙ্গারীপাড়া রেলগেট এলাকায় রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী আন্ত:নগর ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।


❝আমার সাইটে আসার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো রুচিশীল মন্তব্য ব্যাবহার করুন ❞🙂