ঠাকুরগাঁও প্রতিনিধি:
![]()  | 
| বিডিসি বাংলা টেলিভিশন | 
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৬ নং কাশিপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য আইনুল হক (৫৮)কে জমিদখল সহ নানা অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।
সমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে তাকে জমিদখলের মারামারির ঘটনায় গ্রেফতার করা হয়।
তিনি রাণীশংকৈল উপজেলার মৃত. বজির উদ্দিন এর ছেলে।
জানা যায়, কাশিপুর ইউনিয়নের বলঞ্চা গ্রামের মৃত. সলেমান আলীর ছেলে আ: কুদ্দুস (৪৫) বাদী হয়ে রবিবার (২৬ ফেব্রুয়ারি) রাণীশংকৈল থানায় প্রধান আসামী আইনুল হকসহ ১৩ জনের নামে উল্লেখ করে অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে সোমবার দুপুরে তাকে গ্রেফতার করে পুলিশ।
অভিযোগ সূত্রে যানা যায়, মেম্বার আইনুল সহ সকল আসামী যোগসাজসে একই জমি নিজের বলে দাবি করে এলাকার লোকদের বিভিন্নভাবে বিপদে ফেলে তাদের কাছ থেকে অর্থ আদায় করে। প্রস্তাবে রাজী না হলে জমি দখল, চাঁদা দাবি সহ নানান ভয়ভীতি প্রদর্শন করতে থাকে।
গেল শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বাদী কুদ্দুসের পৈত্রিক সূত্রে পাওয়া জমি বিবাদী সকলেই জোরপূর্বক দখল করার চেষ্টা করে। এতে বাদী কুদ্দুস বাধা দিলে ইউপি সদস্য আইনুল হকের নির্দেশে সকল আসামীগণ তাকে মারপিট করে। এমনকি ঘটনাস্থলে পরিস্থিতি থামাতে আসা বাদীর মা রমেশা (৭২), বাদীর ছোট ভাইয়ের স্ত্রী পারভীন (২৫), বাদীর মেয়ে কানিজ (১৭)কে শ্লীলতাহানীসহ গলা টিপে ধরে হত্যার চেষ্টা করে আসামীগণ।
এদিকে বাদি কুদ্দুস মুঠোফোনে বলেন, আমার চাচাতো ভাইয়ের সাথে জমি ওদল বদল করেছি। এ বিষয়ে বিবাদী আইনুল হকের কোন সম্পর্কই নেই। কিন্তু হঠাৎ আইনুল মেম্বার তার দলবল নিয়ে আমার জমিতে এসে আমাকেসহ আমার মা, আমার বউ, ছোট ভাইয়ের বউ এবং আমার মেয়েকে লাঠি রডসহ বিভিন্ন জিনিস দিয়ে মারধর শুরু করে। সবাই বর্তমানে হাসপাতালে ভর্তি আছে।
রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম মন্ডল বলেন জমিসংক্রান্ত মারামারির ঘটনায় প্রধান আসামী ইউপি সদস্য আইনুল হককে গ্রেফতার করে ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


❝আমার সাইটে আসার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো রুচিশীল মন্তব্য ব্যাবহার করুন ❞🙂