জুবায়ের আহমেদ মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
| ফাইল ছবি | 
ঈদের আগে হারানো মোবাইল পাইয়া আমি যত্তুক খুশি এ্যার চাইয়্যা বেশি খুশি অইত্যাম যদি চুরকে আইন্ন্যা দিতো”
মোবাইল মালিকদের জিডির সূত্র ধরে দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা মোবাইল ফিরে পেয়ে আবেগাপ্লুত এক মহিলা এভাবেই তার অনুভূতি প্রকাশ করছিলেন। তিনি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর মোল্লা পাড়ার কোহিনুর বেগম।
বুধবার (২৮ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে থানা চত্ত্বর গোলঘর থেকে মানিকগঞ্জের সিংগাইরে হারানো বিভিন্ন মডেলের উদ্ধার করা ১৩টি মোবাইল সেট মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
গত কয়েকদিনে জেলার সিঙ্গাইরের বিভিন্ন জায়গা থেকে মোবাইল হারানো বিষয়ে বেশ কয়েকটি জিডি জমা পরে মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানা পুলিশের হাতে। তার জের ধরে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন জায়গা থেকে পুলিশ কর্তৃক উদ্ধার হয় ১৩ টি মোবাইল সেট।
পরবর্ব্ধতীতে গত বুধবার (২৮ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে থানা চত্ত্বর গোলঘর থেকে মানিকগঞ্জের সিংগাইরে হারানো বিভিন্ন মডেলের উদ্ধার করা ১৩টি মোবাইল সেট মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
এ সময় সিংগাইর সার্কেলের (এএসপি) আব্দুল্লাহ আল ইমরান বলেন, এখন মোবাইল সেট হারিয়ে ও চুরি হয়ে গেলে কেউ ব্যবহার করতে পারবে না। মোবাইল হারিয়ে গেলে যথাসময় থানায় জিডি করবেন। আমরা প্রযুক্তি ব্যবহার করে উদ্ধার করে দেয়ার চেষ্টা করব। এ সময়, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর ইসলাম, উপ-সহকারি পুলিশ পরিদর্শক ।

❝আমার সাইটে আসার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো রুচিশীল মন্তব্য ব্যাবহার করুন ❞🙂