স্টাফ রিপোর্টার ভূরুঙ্গামারী।
কুড়িগ্রাম জেলা পুলিশের মাদকদ্রব্য ও জুয়ার বিরুদ্ধে অভিযান এবং গ্রেফতারি পরোয়ানা তামিলের লক্ষ্যে পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে
এরই ধারাবাহিকতায় (৭ এপ্রিল) রাত ১২ টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে থানাধীন দক্ষিণ ভরতেরছড়া গ্রামের আনিছুর রহমান (৩০), পিতা-মৃত আবেদ আলী ব্যাপারী এর ঘরের ভিতর একটি স্পটে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম, ৬ টি মোবাইল সেট ও নগদ অর্থ ২৮,০৩০ টাকাসহ ১১ জুয়ারুকে হাতে নাতে আটক করে ভূরুঙ্গামারী থানা পুলিশ।
আটককৃতরা হলেন, ১। খয়বর আলী (৪০), পিতা-মৃত আকবর আলী, ২। ফজলু মিয়া (৩৫), পিতা-মৃত আবেদ আলী, উভয় সাং-চর লুছনী, থানা-নাগেশ্বরী, ৩। এরশাদুল হক (৫০), পিতা-মৃত রোস্তম আলী,সাং-দক্ষিণ ভরতেরছড়া, ৪। জাক্কু মোল্লা (৪৫),পিতা-মৃত আনসার আলী মোল্লা, সাং-গনাইয়েরকুটি, ৫। মোফাজ্জল হোসেন (৪০), পিতা-মৃত একাব্বর আলী, সাং-বাগভান্ডার খয়বর মোড়, ৬। শাহীন মন্ডল (৩৮), পিতা- ওয়াজেদ মন্ডল, সাং-উত্তর ভরতেরছড়া, সর্ব থানা-ভূরুঙ্গামারী, ৭। কোরবান আলী (৫০), পিতা-মৃত আহম্মেদ আলী, সাং-মংলারকুটি, ৮। আব্দুস সামাদ (৫৫), পিতা-মৃত জহর উল্লাহ, সাং-কেদার (হাজীপাড়া), উভয় থানা-কচাকাটা, ৯। আনোয়ার হোসেন (৩৩), পিতা- আলা উদ্দিন, সাং-চর সতিপুরি, ১০। লুৎফর রহমান (৫০), পিতা-মৃত আমির আলী, সাং-টেপারকুটি, ১১। জহুরুল ইসলাম (৪৫), পিতা-মৃত আব্দুর রহমান, সাং-গোলেরহাট, উভয় থানা-কচাকাটা।
ভূরুঙ্গামারী থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি এবং মানুষকে নানা ভাবে সচেতন করে আসছি। ভূরুঙ্গামারী উপজেলায় মাদক ও জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিত ভাবে অব্যাহত থাকবে।ম ও নগদ অর্থসহ ১১ জুয়ারু আটক।
মোঃ রফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার ভূরুঙ্গামারী।
কুড়িগ্রাম জেলা পুলিশের মাদকদ্রব্য ও জুয়ার বিরুদ্ধে অভিযান এবং গ্রেফতারি পরোয়ানা তামিলের লক্ষ্যে পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে
এরই ধারাবাহিকতায় (৭ এপ্রিল) রাত ১২ টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে থানাধীন দক্ষিণ ভরতেরছড়া গ্রামের আনিছুর রহমান (৩০), পিতা-মৃত আবেদ আলী ব্যাপারী এর ঘরের ভিতর একটি স্পটে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম, ৬ টি মোবাইল সেট ও নগদ অর্থ ২৮,০৩০ টাকাসহ ১১ জুয়ারুকে হাতে নাতে আটক করে ভূরুঙ্গামারী থানা পুলিশ।
আটককৃতরা হলেন, ১। খয়বর আলী (৪০), পিতা-মৃত আকবর আলী, ২। ফজলু মিয়া (৩৫), পিতা-মৃত আবেদ আলী, উভয় সাং-চর লুছনী, থানা-নাগেশ্বরী, ৩। এরশাদুল হক (৫০), পিতা-মৃত রোস্তম আলী,সাং-দক্ষিণ ভরতেরছড়া, ৪। জাক্কু মোল্লা (৪৫),পিতা-মৃত আনসার আলী মোল্লা, সাং-গনাইয়েরকুটি, ৫। মোফাজ্জল হোসেন (৪০), পিতা-মৃত একাব্বর আলী, সাং-বাগভান্ডার খয়বর মোড়, ৬। শাহীন মন্ডল (৩৮), পিতা- ওয়াজেদ মন্ডল, সাং-উত্তর ভরতেরছড়া, সর্ব থানা-ভূরুঙ্গামারী, ৭। কোরবান আলী (৫০), পিতা-মৃত আহম্মেদ আলী, সাং-মংলারকুটি, ৮। আব্দুস সামাদ (৫৫), পিতা-মৃত জহর উল্লাহ, সাং-কেদার (হাজীপাড়া), উভয় থানা-কচাকাটা, ৯। আনোয়ার হোসেন (৩৩), পিতা- আলা উদ্দিন, সাং-চর সতিপুরি, ১০। লুৎফর রহমান (৫০), পিতা-মৃত আমির আলী, সাং-টেপারকুটি, ১১। জহুরুল ইসলাম (৪৫), পিতা-মৃত আব্দুর রহমান, সাং-গোলেরহাট, উভয় থানা-কচাকাটা।
ভূরুঙ্গামারী থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি এবং মানুষকে নানা ভাবে সচেতন করে আসছি। ভূরুঙ্গামারী উপজেলায় মাদক ও জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিত ভাবে অব্যাহত থাকবে।


❝আমার সাইটে আসার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো রুচিশীল মন্তব্য ব্যাবহার করুন ❞🙂